ঠিক দশদিন বাদে ব্যাটবলের লড়াই শুরু আরব আমিরশাহিতে।তার আগে আজই দুবাইয়ের বিমান ধরলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ওখানে ৬ দিন কোয়ারিন্টিনে থাকতে হবে তাঁকে। কলকাতা থেকে আমেদাবাদ হয়ে দুবাইয়ের পথে তাঁর সঙ্গী সচিব জয় শাহ। সৌরভ ইন্টসটাগ্রামে জানান যে, প্রায় ৬ মাস বাদে তিনি দুবাই যাচ্ছেন। ইতিমধ্যে IPL এর সমস্ত দল তাদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে। অধিনায়ক হিসাবে সফল সৌরভ, এই করোনা আবহে ক্রিকেট প্রধান হিসাবে সফল হন সেটাই দেখার।
إرسال تعليق
Thank You for your important feedback