পুজোর আগেই চালু হতে পারে মাঝেরহাট ব্রিজ

 করোনা আবহে ভয়াবহ অবস্থা মার্কিন মুলুকে, এবার তার সাথে যুক্ত হলে ফ্লু। চলতি তিনমাস নাকি এই ফ্লুতে আক্রান্ত হয় প্রচুর মানুষ এবং মৃত্যুও হয়। একদিকে কোভিড ১৯ এ আমেরিকা বিপর্যস্ত. মৃত্যু ছাড়িয়েছে দু’লক্ষ, তার উপর এই রোগ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এবারে যে ফ্লু এসেছে তার চরিত্র ভিন্ন। জ্বর আসছে সঙ্গে করোনার মতোই উপসর্গ অর্থাৎ প্রবল কাশি, শ্বাসকষ্ট, দুর্বলতা। ব্যাতিক্রম গন্ধ, স্বাদ চলে যাচ্ছে না। কিন্তু তারা এও বলছেন যে করোনা রোগীদের সবারই গন্ধ স্বাদের সমস্যা হচ্ছে এমন নয়। এই ফ্লুতেও নাক বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং কোনটি করোনা আর কোনটি ফ্লু , ধরতে সমস্যায় পড়ছেন চিকিৎসকরা। আতঙ্কিত মার্কিনিরা এর নাম দিয়েছেন টুইনডেমিক।

 আর সেটা হলে আসন্ন উৎসবের মরশুম শুরুর আগেই কলকাতাবাসী উপহার পাবেন আরেকটি ঝাঁ চকচকে ‘কেবল স্টেইড’ ব্রিজ। পূর্ব দফতর সূত্রে জানা যাচ্ছে, রঙের জন্য তিনটি ডিজাইন নবান্নে জমা দেওয়া হয়েছে। ডিজাইন চুরান্ত হসেই রঙের কাজ শুরু করে দেওয়া হবে। নতুন ব্রিজটি ১৮ মিটার চওড়া এবং সেটি চার লেনের। মূল ব্রিজটির দৈর্ঘ্য ৩৩৬ মিটার। পুজোর বাকি পাক্কা একমাস। তাঁর আগে সম্পূর্ণ কাজ শেষ করে উদ্বোধন করাই এখন চ্যালেঞ্জ পূর্ত দফতরের। উল্লেখ্য, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর চলন্ত বাস-গাড়ি সহ ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ।

 

 

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم