আইপিএলের কমেন্টেটরদের তালিকায় জায়গা হল না সঞ্জয় মঞ্জরেকরের। ওই তালিকায় রয়েছেন সুনীল গাভাসকর, আয়ান বিশপ, হর্ষ ভোগলে ও অনেক নামী প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। ১৯ তারিখ শুরু হচ্ছে এবারের আইপিএল। স্টার স্পোর্টস হিন্দি ও অন্য ভাষার জন্য আলাদা আলাদা তালিকা প্রকাশ করেছে। কিন্তু কোথাও নেই সঞ্জয়ের নাম। তামিল ভাষায় ধারাবিবরণী দেবেন কৃ্ষ্ণমাচারী শ্রীকান্ত, তেলুগুতে এম এস কে প্রসাদ, বেঙ্কটপতি রাজু। হিন্দিতে রয়েছে সঞ্জয় বাঙ্গারের নাম। ইংরেডি কমেন্টেটরদের মধ্যে আছেন, দীপ দাশগুপ্ত, রোহন গাভাসকর, শিবারামকৃষ্ণন, মুরলী কার্তিকরা। ডাগআউট কমেন্টেটর জিন জোনস, ব্রায়ান লারা, ব্রেট লি, স্কট স্টাইরিস, গ্রিম সোয়ান।
إرسال تعليق
Thank You for your important feedback