শেষবার এই ঘটনা ঘটেছিল ২০১০ সালে। সেবারও UEFA-র বর্ষসেরা ফুটবলারের বাছাই তালিকার প্রথম তিনে ছিলেন না লিও মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার ২০২০ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি দেখল ফুটবল বিশ্ব। সম্প্রতি ইউরোপীয় ফুটবল সংস্থা UEFA ২০২০ সালের বর্ষসেরা ফুটবলারের একটি বাছাই তালিকা প্রকাশ করেছে। তাতে প্রথম তিনে নাম নেই মেসি-রোনাল্ডোর। তালিকায় প্রথমেই নাম বেলজিয়াম তথা ম্যাঞ্চেস্টার সিটির তারকা কেভিন ডি ব্রুইন। দুয়ে পোলান্ড ও বায়ার্ন তারকা রবার্ট লেওয়ানডস্কি এবং তিনে রয়েছেন বায়ার্ন মিউনিখেরই জার্মান তারকা গোলরক্ষক ম্যানুয়েল ন্যেয়ার। ফলে ধরেই নেওয়া যায় বার্সা তথা আর্জেন্টিনার তারকা লিও মেসি বা পর্তুগিজ তারকা রোনাল্ডো এবার উয়েফার বর্ষসেরা ফুটবলার হতে পারবেন না। তবে এবার সবচেয়ে এগিয়ে রয়েছেন লেওয়ানডস্কি। তিনি বায়ার্নকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। শুধু তাই নয়, এই মরশুমে তিনি সর্বোচ্চ গোলদাতাও। আগামী ১ অক্টোবর সুইজারল্যান্ডের নিওনে এক অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারকে পুরস্কৃত করা হবে। ওই অনুষ্ঠানেই হবে আগামী মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র।
إرسال تعليق
Thank You for your important feedback