৪ অক্টোবর থেকে রবিবারও চলবে মেট্রো

কলকাতা মেট্রো চালু হয়েছে সপ্তাহ দুয়েক হল। এরমধ্যেই যাত্রীদের চাপ বেড়েছে। গত সপ্তাহেই মেট্রো চলাচলের সময়সীমা ও যাত্রার সংখ্যা বাড়িয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এবার উৎসবের মরশুমের শুরুতেই বড় সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে রবিবারও চলবে মেট্রো। আগামী ৪ অক্টোবর থেকে মেট্রোর প্রতি রবিবার ও ছুটির দিন মেট্রো চলাচল করবে সকাল ১০টা থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত। মোট ৫৮ জোড়া ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। পুজোয় দর্শনার্থীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল মেট্রো। বর্তমানে রবিবার বাদে প্রতিদিন সকাল সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত মেট্রো চলাচল করে।




Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم