মেট্রোরেল চালুর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মেট্রো চালুর ক্ষেত্রে আদর্শ আচরণবিধি তৈরি করে বিভিন্ন শহরের মেট্রোরেল কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয় মন্ত্রক। ফলে কবে থেকে চলবে মেট্রো? এবং কিভাবেই বা ভিড় নিয়ন্ত্রিত হবে মেট্রো স্টেশনগুলিতে? বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে এই বিষয়ে বৈঠকে বসেছিল কলকাতা মেট্রোর কর্তারা। সূত্রের খবর, নবান্নে ওই বৈঠকে মেট্রোর তরফে যে আধিকারিকরা উপস্থিত ছিলেন তাঁদের সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার ছিলনা। তাই মেট্রোরেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে আলোচনা করে আগামীকাল ফের নবান্নে যাবেন মেট্রো কর্তারা। নবান্ন সূত্রে আরও জানা যাচ্ছে, মেট্রো কর্তৃপক্ষ ও রাজ্যের শীর্ষ আধিকারিকদের মধ্যে গাইডলাইন বা আদর্শ আচরণবিধি নিয়ে দীর্ঘ আলোচনা হয় এদিন।
দুপক্ষই একে অপরের বক্তব্য ও প্রস্তাব শোনেন। তবে কবে থেকে পাতালে ট্রেন চালু করা সম্ভব সেটা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি এদিনের বৈঠকে। জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে মেট্রো আধিকারিকরা জেনারেল ম্যানেজারের সঙ্গে আলোচনা করবেন। এরপর তিনিই চুরান্ত সিদ্ধান্ত নেবেন। এদিনের বৈঠকে কেন্দ্রের গাইডলাইন মেনে অর্থাৎ আদর্শ আচরণবিধি অনুযায়ী মেট্রো চালাতে মেট্রোকে সার্বিক সাহায্য করবে বলেই জানিয়ে দেয় রাজ্য। সিদ্ধান্ত নিতে ফের শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য। তবে এবার বৈঠক হবে মেট্রো ভবনে। থাকবেন বিভিন্ন দফতরের আধিকারিকরা। তবে এদিনের বৈঠকে কয়েকটি ব্যাপারে ঐক্যমত হয়েছে দুপক্ষ। যেমন, রবিবার বাদে সপ্তাহে ৬ দিন মেট্রো চালানো, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিষেবা ও টোকেন না বিক্রি করার মতো সিদ্ধান্তে অমত করেনি রাজ্য সরকার। ভিড় ঠেকাতে কী কী ব্যবস্থা সেটা নিয়ে আগামীকাল ফের আলোচনা হবে বলেই জানা যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ অথবা ১৫ তারিখেই পাতালে চাকা গড়াবে মেট্রোরেলের।
দুপক্ষই একে অপরের বক্তব্য ও প্রস্তাব শোনেন। তবে কবে থেকে পাতালে ট্রেন চালু করা সম্ভব সেটা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি এদিনের বৈঠকে। জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে মেট্রো আধিকারিকরা জেনারেল ম্যানেজারের সঙ্গে আলোচনা করবেন। এরপর তিনিই চুরান্ত সিদ্ধান্ত নেবেন। এদিনের বৈঠকে কেন্দ্রের গাইডলাইন মেনে অর্থাৎ আদর্শ আচরণবিধি অনুযায়ী মেট্রো চালাতে মেট্রোকে সার্বিক সাহায্য করবে বলেই জানিয়ে দেয় রাজ্য। সিদ্ধান্ত নিতে ফের শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য। তবে এবার বৈঠক হবে মেট্রো ভবনে। থাকবেন বিভিন্ন দফতরের আধিকারিকরা। তবে এদিনের বৈঠকে কয়েকটি ব্যাপারে ঐক্যমত হয়েছে দুপক্ষ। যেমন, রবিবার বাদে সপ্তাহে ৬ দিন মেট্রো চালানো, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিষেবা ও টোকেন না বিক্রি করার মতো সিদ্ধান্তে অমত করেনি রাজ্য সরকার। ভিড় ঠেকাতে কী কী ব্যবস্থা সেটা নিয়ে আগামীকাল ফের আলোচনা হবে বলেই জানা যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ অথবা ১৫ তারিখেই পাতালে চাকা গড়াবে মেট্রোরেলের।
إرسال تعليق
Thank You for your important feedback