সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজেই হেনস্থার শিকার। সোমবার দুপুরে জিম থেকে বাড়ি ফেরার সময় বালিগঞ্জে এক মদ্যপ ট্যাক্সি ড্রাইভার তাঁকে লক্ষ্য অশ্লীল ইঙ্গিত, কটূক্তিও করে। সেসময় মিমির দেহরক্ষী তাঁর সঙ্গে ছিলেন না। এরপরই মিমির দায়ের করা অভিযোগে ওই ট্যাক্সিচালককে সেদিন রাতেই গ্রেফতার করে পুলিশ। মিমি জানিয়েছেন, জিম থেকে যখন বাড়ি ফেরার সময় হঠাৎ দেখি এক ট্র্যাক্সি ড্রাইভার আমাকে দেখে কু-ইঙ্গিত করছে। প্রথমে এড়িয়ে গেলেও পরে তাঁর মনে হয়, ওকে ছেড়ে দিলে রাতে অন্য কোনও মেয়ে ওর ট্যাক্সিতে উঠলে কোনও নিরাপত্তা থাকবে না তার। মদ্যপও ছিল। তাই পুলিশকে জানান তিনি। ধৃত ওই ড্রাইভারের নাম দেবা যাদব। বয়স ৩২ বছর। বাইপাসের ধারে আনন্দপুর থানা এলাকা থেকে তাকে ধরা হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback