করোনার জন্য চূড়ান্ত সতর্কতায় ৯ এবং ১০ সেপ্টেম্বর বসছে রাজ্য বিধানসভার ২ দিনের দু’দিনের অধিবেশন। সভায় যেতে হলে সব বিধায়ককেই অধিবেশন শুরুর আগে করোনার পরীক্ষা করাতে হবে। ৯ থেকে ১০ সেপ্টেম্বর এই পরীক্ষা হবে। সাংবাদিকদেরও এই অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। পরীক্ষার ফল জানা যাবে আধঘণ্টার মধ্যে। পজিটিভ হলে তাঁদের ঢুকতে দেওয়া হবে না। থাকবে ডাক্তারদের টিম। পজিটিভদের দায়িত্ব নেবে স্বাস্থ্যদফতর। প্রথম দিন অধিবেশন হবে সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। পরের দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা। ৮ তারিখে হবে বিষয় নির্বাচনী কমিটির বৈঠক। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, নিয়মমতো ৬ মাসের ব্যবধানে অধিবেশন করতে হয়। তাই মহামারীর মধ্যেই বিধানসভা ডাকতে হচ্ছে। বয়স্করা সভার ভিতরে এবং কমবয়েসী বিধায়করা বসবেন রিপোর্টারদের গ্যালারিতে। সেখানে রিপোর্টাররা বসবেন না। সভায় প্রত্যেক বিধায়কের সিটে তাঁদের নাম লেখা লেবেল সাঁটা হবে। নির্দিষ্ট সময়ে স্যানিটাইজেশনের কাজ চলবে। কোনও দর্শককে ভিতরে যেতে দেওয়া হবে না। কয়েকজন মারা যাওয়ায় এখন বিধায়কের সংখ্যা ২৯১ জন।
إرسال تعليق
Thank You for your important feedback