সাংসদদের ভাতা কমল ৩০%

একবছরের জন্য সাংসদদের ভাতা ৩০ শতাংশ কমানোর বিল মঙ্গলবার ধ্বনিভোটে গৃহীত হল লোকসভায়। সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, করোনা মোকাবিলায় কেন্দ্র ২০ লক্ষ কোটি টাকা দিয়েছে। সেই উদ্যোগকে সাহায্য করতেই এই সিদ্ধান্ত। তৃণমূলের সৌগত রায় ৩৫ শতাংশ ভাতা কমানোর জন্য যে বিল এনেছিলেন তা খারিজ হয়ে যায়। তবে প্রশ্ন উঠছে, সাংসদদের ভাতা কমানোয় কতটা সুরাহা হবে। সরকারি হিসেবে এর ফলে ৫৪ কোটি টাকার সাশ্রয় হবে। তা বিশেষ কেন্দ্রীয় প্যাকেজের ০.০০১ শতাংশেরও কম। উল্লেখ্য, গত ৬ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই প্রস্তাবটি গৃহীত হয়। পরদিন জারি হয় অর্ডিন্যান্স।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم