বালুরঘাটের ট্রাফিক ওসি সুদীপ্ত দাসের রহস্যমৃত্যু। পুলিশের প্রাথমিক অনুমান ঘুমের ওয়ুধ খেয়েই আত্মঘাতী হয়েছেন ওই পুলিশ আধিকারিক। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তের আগে বলা সম্ভব নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে সহকর্মীদের অনুমান পারিবারিক অশান্তির জেরেই মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। অনুমান কমপক্ষে ৩০টি ঘুমের ওষুধ খেয়েছেন তিনি। সূত্রের খবর, স্ত্রীর সঙ্গে ইদানিং তাঁর সম্পর্ক তলানিতে ঠেকেছিল। তবে এই কারণেই তিনি আত্মঘাতী হলেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে সেটা খতিয়ে দেখছে পুলিশ। তাঁর স্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অপরদিকে বর্ষীয়ান এই অফিসারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বালুরঘাটের পুলিশকর্মীদের মধ্যে।
إرسال تعليق
Thank You for your important feedback