নওয়াজের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণার অভিযোগ আনলেন তাঁর স্ত্রী

 

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষন ও প্রতারনার অভিযোগ আনলেন তাঁর স্ত্রী আলিয়া। বিবাহবিচ্ছেদের মামলা আগেই করেছেন নওয়াজের বিরুদ্ধে। শুধু নওয়াজই নন, তাঁর ভাই শামস নবাব সিদ্দিকির বিরুদ্ধেও আনলেন শ্লীলতাহানির অভিযোগ। আলিয়া ভারসোভা থানায় লিখিত অভিযোগ করেছেন। শামস নিজের ও তাঁর দাদার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি টুইটে জানিয়েছেন, শামস তাঁর পরবর্তী ছবির কাজে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়েই তাঁর বিরুদ্ধে থানায় মিথ্যে অভিযোগ দায়ের করা হয়, যা বম্বে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে।

 

একদম শেষে লিখেছেন সত্যমেব জয়তে। আলিয়া নওযাজের দীর্ঘ ১১ বছরে দাম্পত্য। সম্পর্ক তাঁরও বেশি সময়ের। কিন্তু বিয়ের একবছর পর থেকেই সমস্যা শুরু হয় বলে জানিয়েছেন নওয়াজ-পত্নী। নওয়াজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খণ্ডন করেছেন তাঁর আইনজীবী। তাঁর ভাইও শামস বলেছেন বিবাহবিচ্ছেদ চেয়ে ৩০ কোটি টাকার দাবি মানা হয়নি বলেই আলিয়া পুরো পরিবারকে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم