মাদক কাণ্ডে এবার তলব দীপিকা, সারা, শ্রদ্ধা, রাকুলকে

 


মাদক কাণ্ডে এবার দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান এবং রাকুল প্রীত সিংকে ডেকে পাঠাল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি। জানা গিয়েছে, সারা ও শ্রদ্ধাকে বৃহস্পতিবার হাজির হতে বলা হয়েছে। দীপিকা ও তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে ডাকা হয়েছে ২৫ সেপ্টেম্বর।সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তদন্তে এই মাদক যোগ উঠে এসেছে। ওই অভিনেত্রীদের হোয়াটসঅ্যাপ চ্যাট তদন্তকারীদের নজরে এসেছে। দীপিকার ম্যানেজার করিশ্মার সঙ্গে জনৈক ডি-র সঙ্গে কথোপকথন গোয়েন্দাদের হাতে এসেছে। অন্যদিকে, বলিউডের ট্যালেন্ট এজেন্সি রোয়ানের সিইএ ধ্রুব চিতগোপেকরকে বুধবার এনসিবির দফতরে জেরা করা হয়। করিশ্মা এবং হেড চট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকেও ডাকা হয়েছে। করিশ্মাই দিৃীপিকার অ্যাকাউন্ট দেখভাল করেন। সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকেও এর আগে জেরা করা হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم