সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর মুম্বইয়ের বাড়িতে হানা দিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। সুশান্তের মৃত্যুতদন্তে প্রধান অভিযুক্ত রিয়াই। সিবিআই ও ইডি ছাড়াও তদন্ত চালাচ্ছে নার্কোটিক্স ব্যুরো। সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু ও তাঁর ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে স্যামুয়েলের বাড়িতে তল্লাশির পরই তাকে নিয়ে যাওয়া হয়েছে ব্যুরোর অফিসে। রিয়ার বাড়ির সঙ্গেই তার বাড়িতেও হানা দিয়েছিল তারা। জানা গিয়েছে, সৌভিকের কথামতো স্যামুয়েলই মাদকের বন্দোবস্ত করত। বৃহস্পতিবারই গ্রেফতার হয়েছে মাদক ব্যবসায়ী জাইদ ভিলাত্রাকে। মাদক সংক্রান্ত অভিযোগের তদন্তের সূত্রেই এই তল্লাশি। জানা গিয়েছে, রিয়া ও তার ভাই সৌভিকের সঙ্গে মাদক কারবারিদের যোগ রয়েছে। রিয়ার দুটি মোবাইল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তদন্ত চলছে। তাতে মাদক জোগাড় করা , কেনা ও ব্যবহার করা নিয়ে কথাবার্তা রয়েছে। এদিনও রিয়ার ল্যাপটপ, মোবাইল ও গাড়ি তল্লাশি করা হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback