বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের তদন্ত করতে গিয়ে মাদক যোগ উঠে আসে। ঘটনার তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। দীর্ঘ জেরার পর তাঁরা গ্রেফতার করে সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। গ্রেফতার হয় তাঁর ভাই শৌভিকও। তাঁদের জেরা করে বলিউডের আরও কয়েকজন রথি-মহারথির নাম উঠে আসে বলে জানা গিয়েছিল। যদিও সত্যতা স্বীকার করেনি এনসিবি। এবার জানা যাচ্ছে মাদক সংক্রান্ত মামলায় এবার এনসিবি সমন পাঠাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকে।
এই প্রসঙ্গে যদিও সরকারিভাবে মুখ খোলেনি এনসিবি আধিকারিকরা। কিন্তু সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে, বলিউডের ২৫ জন নামী অভিনেতা-অভিনেত্রীদের নাম পেয়েছে এনসিবি। তাঁদের ধীরে ধীরে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, তদন্তে উঠে আসে ‘কেদারনাথ’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়েন সুশান্ত। ওই সিনেমায় নায়িকার ভূমিকায় ছিলেন সারা আলি খান। সেই সময় সুশান্ত ও সারার মধ্যে ঘনিষ্ঠতা হয় খবর রটে বলিউডে। রিয়াকে জেরা করেই সারা আলি খানের নাম উঠে এসেছে।
إرسال تعليق
Thank You for your important feedback