উদ্বোধনী ম্যাচে কোনও জাঁকজমক নেই। আর দুদিন পরেই জনশূন্য স্টেডিয়ামে শুরু হচ্ছে এবারের আইপিএল। থাকছে না চিয়ার লিডার্সরা। তবু করোনা মহামারীর দমবন্ধ আতঙ্ক থেকে এই টুর্নামেন্ট অনেকটাই মুক্তি দেবে, এমনটাই আশা ক্রীড়ামোদীদের। কড়া স্বাস্থ্যবিধির মধ্যে রয়েছেন আটটি টিমের খেলোয়াড়রা। আবু ধাবিতে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস আর মুম্বই ইন্ডিয়ানস। পরে খেলা হবে দুবাই, শারজায়। তা হসেও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি আশাবাদী, দর্শক বাড়বে। তবে মাঠে নয়, টেলিভিশনে। এবারের খেলা সবই প্রাইম টাইমে। সৌপভ জানিয়েছেন, ৫৩ দিনের টুর্নামেন্টের শেষের দিকে নভেম্বরে হয়তো মাঠে দর্শকদের ঢুকতে দেওয়া হতে পারে। ১০ নভেম্বর শেষ হচ্ছে আইপিএল। তার আগে ৩০ ভাগ দর্শককে শারীরিক দূরত্ব মেনে বসতে দেওয়া হতে পারে স্টেডিয়ামের গ্যালারিতে।
إرسال تعليق
Thank You for your important feedback