রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করলেন ১২টি দলের বিরোধী সাংসদরা। তাঁদের অভিযোগ, তাঁদের আপত্তিতে কর্ণপাত না করে হরিবংশ রাজ্যসভায় জোর করে কৃষি বিল পাশ করিয়েছেন। তাঁরা বিলটি নিয়ে তাড়াহুড়ো না করে সিলেক্ট কমিটিতে পাঠাতে বলেছিলেন। সবমিলিয়ে একশোজনেরও বেশি সাংসদ এই অনাস্থা প্রস্তাবে সই করেছেন। যে দুটি বিল এদিন ধ্বনিভোটে পাশ হয়েছে, সেগুলি আগেই লোকসভায় পাশ হয়েছে। কংগ্রেসের আমেদ প্যাটেলের অভিযোগ, হরিবংশ সব গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়েছেন। অন্যদিকে, রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু গোলমাল করা সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে। তৃণমূলের ডেরেক ওব্রায়েন, কংগ্রেসের রিপুল বোরা, আপের সঞ্জয় সিং ও ডিএমকের তিরুচি শিবা এদিন হরিবংশের সামনে থেকে মাইক কাড়ার চেষ্টা করেছেন। কাগজ ছিঁড়েছেন। তাঁর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন।
إرسال تعليق
Thank You for your important feedback