সংসদের বাদল অধিবেশনে থাকছে না কোনও প্রশ্নোত্তর পর্ব। এবার থাকছে না বেসরকারি বিল আনার সুযোগও। রাজ্যসভা সচিবালয়ের তরফে জানানো হয়েছে, করোনা মহামারীর জন্যই এই সিদ্ধান্ত। তবে থাকবে জিরো আওয়ার। চলবে সভার অন্য সব কাজকর্ম। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর থেকে। চলবে ১ অক্টোবর পর্যন্ত। যাঁরা সংসদে আসতে চাইবেন, তাঁদের যাবতীয় করোনাবিধি মেনেই আসতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে করোনার নমুনা পরীক্ষা করাতে হবে তাঁদের। কোনওরকম বিরতি ছাড়া টানা চলবে অধিবেশন। এমনকী, শনিবারও ছুটি থাকবে না। প্রথমদিন লোকসভা সকাল ৯টা থেকে বেলা ১টা এবং রাজ্যসভা বিকেল তিনটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত চলবে। তারপর থেকে রাজ্যসভা বসবে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত। লোকসভা বসবে বিকেল তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। ইতিমধ্যেই লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান বৈঠক করে এ সম্পর্কে যাবতীয় বিষয় আলোচনা করে প্রযোজনীয় নির্দেশ দিয়েছেন। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিনিধিরাও।
إرسال تعليق
Thank You for your important feedback