ইস্টবেঙ্গল ISL টুর্নামেন্টে আসায় খুশি মোহনবাগানের ঘরের ছেলে, বর্তমান সাংসদ প্রসূন বন্ধ্যেপাধ্যায়| তিনি CN ওয়েব পোর্টালকে একান্ত সাক্ষাৎকারে জানালেন যে, ISL বড় টুর্নামেন্ট হতে পারে কিন্তু দলগুলো সব নতুন এবং তৈরী করা পেশা আর বিক্রির কারণে। দলগুলোর সমর্থকরাও ভাড়াটে, আন্তরিকতা কোথায় সমর্থনের ক্ষেত্রে? তিনি আরও বলেন, ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান ছাড়া খেলা হয়ে নাকি? লক্ষ লক্ষ দর্শক মাঠে ও টিভির পর্দায় চোখ রাখে এদের খেলা দেখার জন্য। তিনি বলেন, সারা বিশ্বের বাঙালিরা এই খেলা দেখার জন্য সারা বছর অপেক্ষা করে। আক্ষেপ করে বলেন, রাজনীতির কথা বলতে হয়, কিন্তু আজও আমি ফুটবলের।
إرسال تعليق
Thank You for your important feedback