শিয়ালদা থেকে উত্তরবঙ্গের মধ্যে চলাচল করছে একটি মাত্র ট্রেন। করোনা সংক্রমণের জেরে বন্ধ বাকি সমস্ত যাত্রীবাহী ট্রেনই। কিন্তু রাজ্যের ডাকা শুক্র ও শনিবার দুদিনের সাপ্তাহিক লকডাউনের জেরে সেটিও বাতিল করেছিল রেলমন্ত্রক। পরে NEET পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে শনিবারের লকডাউন প্রত্যাহার করে রাজ্য সরকার। কিন্তু রেল আর বাতিল ট্রেন চালানোর ঘোষণা করেনি। আর তাতেই বিপাকে পরেছেন NEET পরীক্ষার্থীরা। কারণ দক্ষিণবঙ্গের অনেক পরীক্ষার্থীর সিট পড়েছে উত্তরের মালদা, শিলিগুড়ির মতো শহরে। আবার উত্তরের অনেকেরই সিট পড়েছে কলকাতা-হাওড়া, সল্টলেক সহ বিভিন্ন শহরে। ফলে অনেকেই এই ট্রেনের ওপর ভরসা করে টিকিট কেটেছিলেন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য। কিন্তু লকডাউনের জেরে বাতিল ট্রেনই। ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাথায় হাত। কিভাবে পৌঁছাবেন পরীক্ষা কেন্দ্রে? চিন্তায় রাতের ঘুম উড়েছে সকলের। একইভাবে পাটনা জনশতাব্দী এক্সপ্রেসও বাতিল হয়েছে। ফলে ওই রুটের পরীক্ষা কেন্দ্রেও পৌঁছাতে বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা। নেই কোনও বিকল্প ব্যবস্থা। অগত্যা অনেকেই সড়ক পথে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার তোড়জোড় করছেন।
إرسال تعليق
Thank You for your important feedback