যুক্তরাষ্ট্র ওপেন থেকে বহিষ্কৃত জকোভিচ

যুক্তরাষ্ট্র ওপেন থেকে বহিষ্কৃত হলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ। আর্থার অ্যাশ কোর্টের চতুর্থ রাউন্ডের ম্যাচে স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার বিরুদ্ধে সার্ভিস হারিয়ে বিরক্ত হয়ে না দেখেই বল মেরেছিলেন তিনি। দুর্ঘটনাবশত এক লাইন জাজের গলায় লাগে। কোর্টের মধ্যেই বসে পড়েন লাইন জাজ। সঙ্গে সঙ্গে ক্ষমা চান তাঁর কাছে জকোভিচ। ছুটে যান লাইন জাজের কাছে। টুর্নামেন্ট রেফারি, গ্র্যান্ড স্ল্যাম সুপারভাইজার এবং চেয়ার আম্পায়ারদের সঙ্গে ১০ মিনিটের মতো আলোচনা করেন জকোভিচ। হাতজোড় করে ক্ষমা প্রার্থনা করতেও দেখা যায় তাঁকে। তাতে কোনও ফল হয়নি। জকোভিচকে ফ্লাশিং মেডো থেকে বহিষ্কার করে দেওয়া হয়। এই ম্যাচের আগে একটানা ২৯ ম্যাচে জকোভিচ ছিলেন অপরাজিত। এই ম্যাচেও তিনিই ছিলেন ফেভারটি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم