১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে একটি চায়ের দোকানে ঢুকে গেল সিমেন্ট বোঝাই লরি। আর তাতেই জ্বলে ছাই হয়ে গেল লরিটি। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। বৃহস্পতিবার সকালে কয়েকজন চায়ের দোকানটিতে বসে চা খাচ্ছিলেন কযেকজন। এই সময়ই হুড়মুড়িয়ে দোকানে ঢুকে যায় লরিটি। তার আগে অবশ্য নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরেছে লরিটি। তাতেই বিদ্যুতের হাই টেনশন লাইনের তার ছিঁড়ে লরিটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় চায়ের দোকানে থাকা ৫ জন আহত হয়েছেন। স্থানীয়রাই দ্রুত তাঁদের উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সূত্রের খবর আহতদের মধ্যে এক মহিলা সহ দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে লরিটির অধিকাংশ পুড়ে গিয়েছে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায়। দুর্ঘটনায় লরিটির চালকও আহত হয়েছেন।
إرسال تعليق
Thank You for your important feedback