ঘটা করে পরিযায়ী শ্রমিকদের জন্য বিনা পয়সায় চাল, ডাল, ছোলা দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষিত সেই প্যাকেজের নাম আত্মনির্ভর ভারত। তিনি ১৪ মে জানিয়েছিলেন, রেশন কার্ড নেই এমন পরিযায়ী শ্রমিকরা দুই মাস বিনা পয়সায় চাল, গম, ছোলা পাবেন। কেন্দ্রের কাছে পাঠানো তালিকায় মোট পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ২ কোটি ৮০ লাখ। কেন্দ্রের ক্রেতা সুরক্ষা ও গণবন্টন দফতরের হিসেবে দেখা যাচ্ছে, বিনামূল্যের খাদ্যশস্য যা বিলি করা হয়েছে, তার মাত্রই ৩৩ ভাগ পেয়েছেন পরিযায়ীরা। গোটা ছোলা পেয়েছেন ৫৬ শতাংশ। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পরিযায়ীদের জন্য বরাদ্দ করা গম ও চাল ৮ লাখ টনের মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তুলেছে ৬ লাখ ৩৮ হাজার টন।
৩১ আগস্ট পর্যন্ত পরিযায়ীদের মধ্যে তা বন্টন করা হয়েছে মাত্রই ২ লাখ ৬৪ হাজার টন। ঘোষণামতো, মে ও জুন মাসে প্রত্যেকে পরিযায়ী পরিবারপিছু ৫ কেজি চাল, গম ও ১ কেজি ছোলা পাবেন। এই আত্মনির্ভর প্রকল্পে যে পরিমাণ খাদ্যশস্য তোলা হয়েছে তার ৪১ শতাংশ পেয়েছেন পরিযায়ীরা। আগস্টে বন্টন করা হয়েছে ৭,৬৪৩ টন। হিসেবে দেখা যাচ্ছে, বিহার, ছত্তিশগড়, নাগাল্যান্ড ও ওডিশা তাদের বরাদ্দের পুরোটাই তুলেছে। এক দানাও বন্টন করেনি অন্ধ্রপ্রদেশ। তেলেঙ্গানা ১ শতাংশ বন্টন করেছে, গোয়া করেছে ১ শতাংশ। গুজরাত তাদের ভাগের ৮৮ শতাংশ তুললেও বন্টন করেছে মাত্রই ১ শতাংশ। কেন্দ্রের দাবি, পরিযায়ী শ্রমিকদের মধ্যে ১৬ হাজার টন খাদ্যশস্য বিলি করা হয়েছে। এই প্রকল্প ৩১ আগস্ট শেষ হয়ে গিয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback