করোনা পরীক্ষা করতে বাজারে এসেছে তাপমান, রক্তচাপ ও অক্সিজেন মাপার রকমারি যন্ত্র। এতদিন আমল না দিলেও আজকের জনতা নিরুপায় হয়ে কিনে ফেলছেন এই মেশিন। কিন্তু এই সমস্ত যন্ত্র নিয়ে চিকিৎসকদের মত ভিন্ন। শরীরে অক্সিজেন মাপার যন্ত্র অক্সিমিটার নিয়ে চিকিৎসকমহল মনে করছেন, এর ব্যবহার সঠিক হচ্ছে না। রাজ্যের কোভিড কেস ম্যানেজমেন্ট জানাচ্ছে যে, যে কোনও মানুষের অক্সিজেন লেবেল মাপতে হলে আঙুলে অক্সিমিটার লাগিয়ে ছ’মিনিট হাঁটতে হবে অথবা ছ’মিনিট হাঁটিয়ে মাপতে হবে সঠিক অবস্থান। এই পদ্ধতি বা পরীক্ষাকে মান্যতা দিয়েছে মহারাষ্ট্র সরকার। ৭৫ শতাংশ মানুষ আক্রান্ত হয়ে সেফ হোমে বা নিভৃতালয়ে থাকলেও তাঁকে হাঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে না আদৌ। যদিও এটা আবশ্যিক বলে মনে করছে সরকারি স্বাস্থ্যবিভাগ। তাঁরা মনে করছেন, এটি সাইলেন্ট হাইপোক্সিয়া বা নিঃশব্দ বিপদ। পাশাপাশি অনেকেই বাড়ির জন্য কিনে ফেলছেন এই যন্ত্রগুলি। তাঁরাও সঠিক ব্যবহার জানেন না। ফলে দিনে দিনে বাড়ছে বিপদ।
إرسال تعليق
Thank You for your important feedback