দিনে দুপুরে সাদা চাদড়ে মোড়া দেহকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি গাজিয়াবাদের। ব্যস্ত রাস্তায় প্রচুর উৎসাহী মানুষ জড়ো হয়ে যান। ঠিক কি হয়েছে বুঝে উঠতে না পেরে পুলিশ খবর দেওয়া হয় তড়িঘড়ি। পুলিশ এসে দেহের কাছে যেতেই উঠে বসলেন এক ব্যক্তি। আর এই দৃশ্য দেখেই হতবাক সকলে। সেখানে উপস্থিত যারা ভেবেছিলেন কোন দেহ পড়ে রয়েছে , তাঁরা দেখলেন ঘুম থেকে উঠে বসলেন সুস্থ সবল এক ব্যাক্তি। অবাক হয়ে যান পুলিশ কর্মীরাও। এই উদ্ভট ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশাল মিডিয়ায়। ২৯ সেকেন্ডের এই ভিডিও ৮৩ হাজার জন দেখে ফেলেছেন ইতিমধ্যে। টুইট টি রিটুইট হয়েছে ১২০০ বার।
A man sleeping on road side was mistaken as dead body caused panic in Ghaziabad...लोग चैन से सोने भी नहीं देते. 😀 pic.twitter.com/UPMbeK9Csr— Saurabh Trivedi (@saurabh3vedi) September 8, 2020
إرسال تعليق
Thank You for your important feedback