ফের কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়াল রাজ্য সরকার। প্রাথমিকভাবে কেন্দ্রের নির্দেশ মতো নভেম্বর থেকে শিক্ষাবর্ষ শুরুতে সায় দিলেও রবিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন নভেম্বরে ক্লাস শুরু করা সম্ভব নয়। এবছর নভেম্বরে বাংলায় উৎসবের সময়। তার কথা মাথায় রেখেই ২ নভেম্বর থেকে কলেজে ক্লাস শুরু করা যাবে না বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, এদিন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রাথমিকভাবে ২ নভেম্বর থেকে কলেজে ক্লাস শুরুর বিষয়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু পরে সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, ‘বাংলার সবচেয়ে বড় উৎসব মাথায় রাখেনি ইউজিসি। তাই ২ নভেম্বর থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু সম্ভব নয়’।
উল্টে পরিস্থিতি বিচার করে তিনি শিক্ষাবর্ষ আরও একমাস পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেন। বাংলার রাজনৈতিক মহলের মতে, স্কুল খোলা নিয়ে কেন্দ্রের সঙ্গে যে সংঘাত শুরু হয়েছিল, এবার কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু নিয়ে সেই সংঘাত আরও বাড়ল। উল্লেখ্য, সম্প্রতি ইউজিসি এক নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছিল ১ নভেম্বর থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের আগামী শিক্ষা বর্ষের ক্লাস চালু করে দিতে হবে। শুধু তাই নয়, ৩১ অক্টোবরের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ভর্তির প্রক্রিয়াও শেষ করার নির্দেশিকা জারি করে ইউজিসি। কিভাবে কোভিড প্রোটোকল মেনে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ক্লাস চলবে সে ব্যাপারে একটি গাইডলাইনও প্রকাশ করে ইউডিসি। সূত্রের মতে রাজ্যের মূল আপত্তি এখনও লোকাল ট্রেন বন্ধ। এরওপর বাংলায় উৎসবের মরশুম শুরু হচ্ছে। এরমধ্যে কোভিড প্রোটোকল মেনে কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্যানিটাইজ করে ক্লাস চালু কার্যত অসম্ভব।
إرسال تعليق
Thank You for your important feedback