বিজেপির সব কর্মীকে ময়দানে নেমে চাষিদের কৃষিবিলের উপকারিতা বোঝানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর পরামর্শ, বোঝাতে হবে সহজ সরল ভাষায়। কৃষি সংস্কারের বিভিন্ন জটিল দিক এবং তা কীভাবে চাষিদের উপকার করবে, তা বোঝাতে হবে। এই যোগাযোগে যাবতীয় মিথ্যা প্রচার ভোঁতা হয়ে যাবে। তাঁর দাবি, নতুন শ্রম সংস্কারে শ্রমিকদের জীবন বদলে যাবে। এতদিন মাত্র ৩০ ভাগ শ্রমিক ন্যূনতম মজুরির আওতায় ছিলেন। এখন অসংগঠিত ক্ষেত্রে সবাই এই সুযোগ পাবেন। মোদির কথায় স্বাধীনতার পর থেকে শ্রমিক, কৃষকদের জন্য কেবল বড় বড় ঘোষণাই হয়েছে। কিন্তু দেখা গিয়েছে সেসবই ছিল অন্তঃসারশূন্য। তাঁর সরকার কৃষকদের ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করার কাজ করেছে। ১০ কোটি কৃষকদের জন্য কিষাণ সম্মান যোজনায় ১ লাখ কোটি টাকা দেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনার সূচনাদিবসে ভিডিও সভায় ছিলেন বিজেপির সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
إرسال تعليق
Thank You for your important feedback