কংগ্রেসের সর্বোচ্চ কমিটিতে প্রাধান্য থাকল রাহুল গান্ধিরই। দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি শুক্রবার রাতে যে নতুন কমিটি ঘোষণা করেছেন, তাতে এসেছেন রাহুল ঘনিষ্ঠরাও। বাদ পড়েছেন প্রবীণ কয়েকজন। দলের সাধারণ সম্পাদকের থেকে বাদ পড়লেন প্রবীণ নেতা গুলাম নবি আজাদ ও অম্বিকা সোনি। পদ হারিয়েছেন মোতিলাল ভোরা, মল্লিকার্জুন খাড়গে ও লুইজিনহো ফালেরিও। তবে আজাদ ও অম্বিকা কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটিতে থাকছেন। যে ২৩ জন নেতা দলে পূর্ণসময়ের সভাপতি নির্বাচন করার দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন, আজাদ তাঁদেরই একজন। ওয়ার্কিং কমিটির পুনর্গঠনে সবথেকে গুরুতব বেড়েছে রণদীপ সূর্যেওয়ালার। অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির ৬ সদস্যের পরামর্শদাতা কমিটিতে রয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের দায়িত্ব পেয়েছেন জিতিন প্রসাদ, উত্তরপ্রদেশে থাকছেন প্রিয়াঙ্কাই। এ কে অ্যান্টনি, আহমেদ প্যাটেল ও অম্বিকা সোনি তাঁকে সাহায্য করবেন। ওয়ার্কিং কমিটিতে রয়েছেন পি চিদম্বরম, জিতেন্দ্র সিং, তারিক আনোয়ার ও রণদীপ সূর্যেওয়ালা। ওয়ার্কিং কমিটিতে নতুন সদস্য হলেন দিগ্বিজয় সিং, মানিকম ঠাকুর, রাজীব শুক্লা, জয়রাম রমেশ, সলমন খুরশিদ, পবল বনসল, কুলজিত নাগরা ও মনীশ চত্রথ।
إرسال تعليق
Thank You for your important feedback