রাজনীতি থেকে সিনেমা, সাহিত্য থেকে ক্রীড়া করোনার কোপ থেকে বাদ পড়ছেন না কেউই। বুধবার ফ্রান্সের এক পত্রিকায় প্রকাশিত হয়েছে যে পিএসজির তিন খেলোয়াড় করোনা আক্রান্ত। তাঁরা ব্রাজিলের নেইমার, আর্জেন্টিনার এঞ্জেল ডি মারিয়া ও লে পারদেশ। জানা গিয়েছে, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর এই তিনজন ইবিজা দ্বীপে সপরিবারে বেড়াতে গিয়েই এই বিপত্তি বাঁধিয়েছেন। নেইমারের সঙ্গে তাঁর শিশুপুত্র লুক্কাও ছিল। তাঁরও সংক্রমণ হয়েছে বলে আশঙ্কা। এদিকে বৃহস্পতিবার থেকে ফরাসি লিগ শুরু হচ্ছে। পিএসজির এক কর্মকর্তা জানাচ্ছেন, সময়ের সাথে তাল মিলিয়ে চলাই উচিত। পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের ৫ খেলোয়াড় করোনা আক্রান্ত, সংখ্যাটা বাড়তে পারে বলে আশঙ্কা EPL কর্তৃপক্ষের।
إرسال تعليق
Thank You for your important feedback