হঠাৎই আইপিএলে থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সুরেশ রায়না। চেন্নাইয়ে এবং সংযুক্ত আরব আমিরশাহিতে দলের সঙ্গে অনুশীলনও করেছিলেন তিনি। কিন্তু পারিবারিক কারণে ফিরে এসেছেন দেশে। পরে অবশ্য সুরেশ রায়নার চেন্নাই সুপার কিংসে আবার যোগ দেওয়ার কথা শোনা দিয়েছিল। জানা গিয়েছিল, পারিবারিক ঝামেলা মিটিয়ে ফেলেছেন রায়না। আবার ফিরতে পারেন দলে। পরে অবশ্য চেন্নাইয়ের রায়নার চেন্নাই শিবিরে ফেরার কথা উড়িয়ে দেন তাদের কর্মকর্তারা। রায়না পারিবারিক কারণে দেশে ফিরেছেন। তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে সিএসকে। তারপরও হয়তো রায়নার ফেরার আশা করেছিলেন অনেকে। সেই সম্ভাবনা এবার শেষ করে দিল চেন্নাই সুপার কিংস। তাদের ওয়েবসাইটে চলতি মৌসুমের ক্রিকেটারদের একটা তালিকা ছিল। সেই তালিকায় ছিলেন সুরেশ রায়নাও। দেশে ফিরলেও ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়নি রায়নাকে। পরে ফেরার গুঞ্জনে নামটা হয়তো রেখেই দিয়েছিল চেন্নাই। কিন্তু শেষ পর্যন্ত ওয়েবসাইট থেকে রায়নার নাম সরিয়ে ফেলেছে চেন্নাই।
এভাবেবাদ দেওয়াঠিকহয়নি
ردحذفإرسال تعليق
Thank You for your important feedback