দিনকয়েক আগেই বলি কুইন কঙ্গনা রানাওয়াত বলিউডে ড্রাগ যোগ নিয়ে মুখ খুলেছিলেন। সুশান্ত সিংয়ের মৃত্যু মামলায় অভিযুক্ত রিয়া চক্রবর্তীর নাম জড়ায় ড্রাগ মামলায়। এরপর কঙ্গনা জানান তিনি এই মামলায় সাক্ষী হতে চান। বলিউডে এই চক্র কীভাবে কাজ করে তদন্ত সঠিকভাবে এগোলে বলিউডের প্রথম সারিদের নামও সামনে চলে আসবে কারণ বলিউডে ৯৯ শতাংশই মাদক সেবন করে, বলেছেন এই অভিনেত্রী। কঙ্গনার এই মন্তব্যের পর আইনজীবী মহেশ জেঠমালানি বলিউডের নীরবতার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তারপরই কঙ্গনার পাল্টা দিয়েছেন রবিনা ট্যান্ডেন।
Globally,99 % of judges,politicians,babus,officials,cops are corrupt.This statement cannot be a generic description for all.People are intelligent.They can differentiate between good/ bad.Few bad apples cannot spoil a basket.Likewise our industry also has the good and the bad. https://t.co/2sicSRZaAP
— Raveena Tandon (@TandonRaveena) September 1, 2020
গোটা বিশ্বে সব বিচারক, রাজনীতিক, পুলিশ কর্মীরা দুর্নীতিগ্রস্ত, এটা এতটা সোজাসাপটাভাবে বর্ণনা করা যায় না। মানুষ বুদ্ধিমান। তাঁরা ভালো ও মন্দের মধ্যে পার্থক্য বুঝতে পারেন। কিছু পচা আপেল গোটা ঝুড়িটিকে নষ্ট করে দিতে পারে না। তেমনি আমাদের ইন্ডাস্ট্রিতেও ভালো আছে, খারাপও আছে। নিজের টুইটার হ্যান্ডেলে কঙ্গনার নাম না করে এভাবেই পাল্টা দিয়েছেন তিনি।
إرسال تعليق
Thank You for your important feedback