সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে দ্বিতীয়বার টানা ৮ ঘণ্টা জেরা করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। রবিবার, সোমবার জেরার পর মঙ্গলবারও তাঁকে ফের ডাকা হয়েছে। সুশান্তের মৃত্যুতে মাদকের যোগ নিয়ে তদন্ত করছে এনসিবি। রিয়ার ভাই সৌভিক, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং রাঁধুনি দীপক সাওয়ান্তকে গ্রেফতার করেছে এনসিবি। এদিন চেষ্টা হয়েছে রিয়ার কাছ থেকে স্বীকারোক্তিমূলক বয়ান পাওয়ার। এখনও পর্যন্ত মাদক কারবারের সঙ্গে রিয়ার প্রত্যক্ষ যোগ মেলেনি। রিয়ার কাছ থেকে জানতে চাওয়া হবে কীভাবে তিনি মাদক পেতেন, নিজে মাদক নিতেন কিনা বা সৌভিকের মাধ্যমে বিক্রি করতেন কিনা। মাদকাসক্ত অবস্থায় তিনি সুশান্তকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন কিনা, প্রশ্ন করা হয়েছে তা নিয়েও।
إرسال تعليق
Thank You for your important feedback