বিগত ১০০ বছরেও যা হয়নি, সেটাই হল করোনার কোপে। করোনা সংক্রমণের জেরে পিছিয়ে গেল পৃথিবী বিখ্যাত রিও কার্নিভ্যাল। অন্যান্য ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মতো রিওর বার্ষিক প্যারেডও পিছিয়ে গেল। এমনটা জানিয়েছে রিওর লিগ অফ সাম্বা স্কুল লিয়েইসা। করোনা পরিস্থিতিতে সুরক্ষাবিধির জন্য চলতি বছরে এই কার্নিভ্যাল আয়োজন একেবারে অসম্ভব বলে জানিয়ে দিয়েছে আয়োজক সংস্থা। ব্রাজিলের রাজধানী রিও ডে জেনেইরোতে প্রতি বছরই হয় এই রিও কার্নিভ্যাল। যা জাঁকজমক ও আড়ম্বরে বিশ্বের যে কোনও অনুষ্ঠানকে টেক্কা দেয়। এই কার্নিভ্যাল ঘিরে দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ভিড় করেন রিওতে। এবার পরিস্থিতি আলাদা।
বর্ণাঢ্য রিও কার্নিভ্যাল
ব্রাজিলে করোনা সংক্রমণে বিপুলভাবে ছড়িয়েছে। আক্রান্তের নিরীখে ব্রাজিল বিশ্বে দুই নম্বরে রয়েছে। এরমধ্যে এই ধরণের কার্নিভ্যাল একেবারেই অসম্ভব। ফলে সুরক্ষাবিধির কথা মাথায় রেখেই জমায়েত নিষিদ্ধ করা হল রিওতে। আয়োজক সংস্থা জানিয়ে দিয়েছে, যতক্ষণ না ভ্যাকসিন আসছে বাজারে, ততক্ষণ জমায়েতে নিষেধাজ্ঞা জারি থাকবে। অর্থাৎ আপাতত বর্ণাঢ্য রিও কার্নিভ্যাল হচ্ছে না। ১৭২৩ সালে শুরু হয়েছিল এই রিও কার্নিভ্যাল। বিগত ১০০ বছরেও এই কার্নিভ্যাল বাতিল বা পিছিয়ে যায়নি। এবার করোনার জেরেই পিছিয়ে গেল ব্রাজিলের সংস্কৃতির এই উৎসব। ফলে সমস্যায় পড়লেন বহু মানুষ। কারণ প্রতিবছর এই অনুষ্ঠান ঘিরেই নানান অর্থনৈতিক কর্মকাণ্ড হয় ব্রাজিলে। পর্যটনের একটা বড় অংশও এই কার্নিভ্যালকে ঘিরে। ফলে তাঁদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ল বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
إرسال تعليق
Thank You for your important feedback