ক্যান্সারের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা সঞ্জয় দত্তের। গতমাসেই তিনি নিজেই জানিয়েছিলেন যে কাজ থেকে সামান্য বিরতি নিচ্ছেন। শুটিংয়ের কিছু কাজ বাকি ছিল। যশরাজ ফিল্মস প্রযোজিত শমশেরে-র কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। ফিল্মটির পরিচালক করণ মালহোত্রা। সঞ্জয় শমশেরের অল্প কিছু কাজ বাকি রেখেছেন। রণবীর কাপুরও ছবির কাজ আগেই শেষ করে নিয়েছেন। তবে সঞ্জয়ের মাত্র দু’দিনের প্যাচওয়ার্ক বাকি ছিল যা তিনি এখন শেষ করছেন। প্যাচওয়ার্ক শুটের জন্য কঠোর সতর্কতা নেওয়া হয়েছিল। প্রত্যেকে নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইনে গিয়েছিলেন। সবারই করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছিল। প্যাচওয়ার্ক শেষ করার জন্য তৈরি করা হয়েছিল পুরোপুরি নিরাপদ পরিবেশ। এই ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সঞ্জয় দত্ত ও বাণী কাপুর। শমশেরে মুক্তি পাবে পরের বছর।
إرسال تعليق
Thank You for your important feedback