মাস ফুরালেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। প্রথমে দুর্গা পরে কালী। হিন্দু বাঙালির প্রাণের ও প্রধান ঈশ্বরস্বরূপ এই দুই রূপে একই দেবী। মাতৃরূপে পূজিত হন দেবী সর্বমঙ্গলা। আজ থেকে ঠিক ৬০ বছর আগে বিশ্বখ্যাত পরিচালক সত্যজিৎ রায় তৈরি করেছিলেন ‘দেবী’ ছবিটি। ধর্ম, বিশ্বাস, পূজাকে তৎকালীন উচ্চবর্ণের সমাজ কি ভাবে ভ্রান্ত পথে নিয়ে যেত তাই নিয়ে প্রতিবাদী ছবি- দেবী।
এ ছবিতে অভিনয়ের জন্য ফেরত আনেন তাঁর আগের ছবি আপুর সংসারের দুই নবাগত সৌমিত্র ও শর্মিলাকে। অবশ্যই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। সত্যজিৎ মনে করতেন ধনী ব্যক্তিত্ব বা জমিদারের চরিত্রে অভিনয় করার সেরা অভিনেতা ছবিবাবুই। ‘দেবী’ দেশে ও বিদেশে প্রচুর খ্যাতি ও পুরস্কার লাভ করেছে। এ ছবিতেই শ্যামা সংগীত লিখে ও সুর করে এক নতুন দিক উন্মোচন করেন সত্যজিৎ। আজ দেশে ধর্ম ও ঈশ্বর বিশ্বাস নিয়ে বহু বিতর্ক চলছে। ৬০ বছর বাদে তার্কিকরা দেখে নিতেই পারেন সত্যজিতের ‘দেবী’।
إرسال تعليق
Thank You for your important feedback