দীর্ঘ ছয়মাসের বেশি কার্যত ঘরবন্দি মানুষ। করোনাতঙ্কে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান বাতিল করেছেন। আবার অনেকেরই মন উড়ু-উড়ু। পুজোর সময় অনেকেই কাছে-পিঠে ঘুরতে যাওয়ার কথা ভাবনাচিন্তা করছেন। আর ঘুরতে যাওয়ার কথা উঠলেই বাঙালির মনে প্রথম উঠে আসে পুরীর নাম। একদিকে সমুদ্র অন্যদিকে জগন্নাথ মন্দির। কিন্তু করোনা আবহে বন্ধ রয়েছে পুরীর যাবতীয় ট্রেন। এবার পর্যটকদের জন্য সুখবর দিল পূর্বরেল। অক্টোবরের প্রথম থেকেই চালু হয়ে যাচ্ছে শিয়ালদা-পুরী স্পেশাল ট্রেন। করোনার আগে শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস চলত। তবে আনলক পর্বে কয়েকটি দূরপাল্লার ট্রেন চালু হওয়ায় এই ট্রেনটি পুরীর বদলে ভূবনেশ্বর পর্যন্ত চালাচ্ছিল পূর্বরেল। এবার এটার যাত্রাপথের সম্প্রসারণের কথা জানিয়ে দিল পূর্বরেল।
২ অক্টোবর থেকে চালু হয়ে আপাতত সপ্তাহে দু’দিন চলবে শিয়ালদহ-পুরী স্পেশাল। এছাড়া অক্টোবরের ১ তারিখ থেকে কয়েকটি রিজার্ভেশন কাউন্টার খুলতে চলেছে রেল। আপাতত হাওড়া ও শিয়ালদা ডিভিশনের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে রিজার্ভেশন কাউন্টার খোলা হবে পুজোর বুকিংয়ের কথা মাথায় রেখে। হাওড়ার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাজীব রঞ্জন জানিয়েছেন, দূরপাল্লার ট্রেন চলাচল বাড়ছে। টিকিটের চাহিদা বাড়ায় কাউন্টারগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে পূর্বরেল এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, অক্টোবর থেকে প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার রাত ৮টায় ছাড়বে শিয়ালদা-পুরী স্পেশাল ট্রেন। এবং পরদিন সকাল ৪ টে ৩৫ মিনিটে ট্রেনটি পুরীতে পৌঁছবে। এর ভাড়া হবে রাজধানী/দুরন্ত এক্সপ্রেসের মতো।
إرسال تعليق
Thank You for your important feedback