‘এল-ডোরাডো’ পেলেন না শঙ্কু


না ইনি সত্যজিৎ রায়ের সৃষ্ট জনপ্রিয় চরিত্র প্রফেসর শঙ্কু নন। বিজেপির নব্য নেতা শঙ্কুদেব পণ্ডা। একসময় ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। নারদ কাণ্ডের পর বেশ কিছুদিন রাজনীতির বাইরে থাকার পর দলে ফিরতে গিয়ে দেখলেন, জায়গা নেই। ফলে যোগদান বিজেপিতে। মুকুল রায়ের হাত ধরেই পদ্ম শিবিরে এসে আশা করেছিলেন বড় কোনও পদ পাবেন। পরবর্তী সময় তাঁকে দেখা যেত দিলীপ ঘোষের বিভিন্ন সভায়। কিন্তু রাজ্য সভাপতির নতুন কমিটিতে কোনও পদই পেলেন না শঙ্কু।
সূত্র মারফত জানা যাচ্ছিল, শঙ্কু নাকি সৌমিত্র খানের যুব মোর্চা কমিটিতে সাধারণ সম্পাদকের পদ পাবেন। শঙ্কুও আশা করেছিলেন ভালো পদ পাবেন। কিন্তু হাতে এল শূন্যতা। দিলীপবাবু নাকি জানিয়েছেন, শঙ্কুদেব আগামীদিনে কেন্দ্রীয় কমিটিতে যেতে পারেন। অবশ্য তা হয়তো নেহাতই কথার কথা, যেটা বলছেন দলেরই একাংশ|। সত্যজিত রায়ের গল্পে প্রফেসর শঙ্কু ‘এল-ডোরাডো’ অর্থাৎ সোনার প্রাসাদের সন্ধান পেয়েছিলেন। সেটা রয়েছে গল্পে। কিন্তু বিজেপি দলের মধ্যে আরও ‘সোনা’ আছে বলে মনে করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবারেও তাই দলে কোনও পদ পেলেন না বাস্তবের শঙ্কু।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم