প্রসূন গুপ্ত
সম্প্রতি বিজেপি ঢেলে সাজালো তাদের রাজ্য কমিটি। এ দলে সভাপতির ক্ষমতা সর্বোচ্চ। কাজেই দিলীপ ঘোষ যে সমস্ত কার্যকর্তাদের কন্ট্রোল করবেন তাতে শিলমোহর পরে গেল শুক্রবার। এইদিন কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ দলের কাছে বার্তা দিলেন যে, প্রচারমাধ্যমের সামনে সতর্ক হয়ে, সমঝে কথা বলতে হবে। তিনি বলেন,সামাজিক মাধ্যম তথা সোশাল নেটওয়ার্ক এবং সংবাদমাধ্যমের সামনে সতর্ক হয়ে কথা বলতে হবে। দল বা দলের কোনও নেতাকে নিয়ে বিরূপ মন্তব্য করলে তাকে সাসপেন্ড করা হবে। প্রসঙ্গত, দিল্লিতে সর্বভারতীয় সভাপতির কাছে দলনেতা নিয়ে কেউ কেউ বিরূপ মন্তব্য করার পর সে খবর সংবাদমাধ্যমে প্রকাশ পায়। এসব বরদাস্ত করা হবে না বলে জানান শিবপ্রকাশ। তিনি বলেন আমাদের একটাই লক্ষ্য ২০২১-এর বিধানসভা।
إرسال تعليق
Thank You for your important feedback