লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (LAC) পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং সংবেদনশীল। দুদিনের লাদাখ সফর সেরে এমনটাই জানিয়ে দিলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, দেশের নিরাপত্তা সুনিশ্চিন্ত করতে সেনাবাহিনী বেশ কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। উল্লেখ্য, শুক্রবারই রাশিয়াতে ভারত ও চিনের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে লাদাখ পরিস্থিতি নিয়ে বৈঠক হতে পারে। এর আগেই ভারতের সেনাপ্রধানের এই বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহল। উল্লেখ্য, পূর্ব লাদাখের কয়েকটি সেক্টরে ভারত ও চিন দুদেশেরই সেনা মুখোমুখি রয়েছে।
নিজেদের অঞ্চলে পর্যাপ্ত অস্ত্রশস্ত্র ও রসদ মজুদ করেছে দুদেশ। সূত্রের খবর, প্রায় লক্ষাধিক সেনা মোতায়েন করেছে ভারত। সেই সঙ্গে লাদাখে মহড়া দিচ্ছে ভারতীয় বিমানবাহিনী। লাদাখের আকাশে চক্কর দিচ্ছে তেজস, চিনুকের মতো অত্যাধুনিক বিমান ও হেলিকপ্টার। এদিন সেনাপ্রধান জানিয়েছেন, বিগত তিনমাস ধরেই লাদাখের পরিস্থিতি সংবেদনশীল। যদিও কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা করছে। তবুও কর্তব্যে কোনও ঢিলেমী দিচ্ছেন না সেনা জওয়ানরা। তিনি আরও বলেন, ভারতীয় সেনা বিশ্বের অন্যতম সেরাবাহিনী, গোটা দেশের গর্ব। ভারতীয় সেনা যে কোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। উল্লেখ্য, লে সফরে গিয়ে সেনাপ্রধান সেনা জওয়ান ও আধিকারিকদের সঙ্গে দেখা করে কথাও বলেন।
إرسال تعليق
Thank You for your important feedback