প্রতিদিনই বিশ্বে অনেক কিছুই ভাইরাল হয়। কিছু ভাইরাল ভিডিও আমাদের আনন্দ দেয়, আবার কিছু কিছু ভিডিও আবার শিউরে ওঠার মত। ছোট বড় নানা রকমের মাকড়সা তো আমরা প্রত্যেকেই দেখেছি। মাকড়সার মধ্যে ভয়ঙ্কর প্রজাতি ট্যারান্টুলাও আপনারা অনেকেই দেখেছেন। কিন্তু আস্ত একটি পাখিকে গিলে খাচ্ছে মাকড়সা, দেখেছেন কি কখনও? হ্যাঁ আপনি ঠিকই পড়ছেন। মাকড়সা গিলে খাচ্ছে পাখি। এরকমই একটি ভিডিও এবার সামনে এসেছে নেচার ইজ স্কেয়ারি নামের একটি টুইটার হ্যন্ডেল থেকে। যা ইতিমধ্যে দেখে ফেলেছেন লক্ষ লক্ষ মানুষ। ৫৪ সেকেন্ডের এই ভিডিওতে কালো রোমশ মাকড়সাটি চড়ুইয়ের মত একটি পাখিকে কীভাবে আস্ত গিলে খাচ্ছে দেখা যাচ্ছে।
إرسال تعليق
Thank You for your important feedback