আর কয়েক ঘন্টা বাদেই মরু শহরে শুরু IPL টুর্নামেন্ট। ইতিমধ্যেই দুবাই পৌছিয়ে গেছেন সুনীল গাভাস্কার, কারণ ধারাভাষ্য। মুম্বইকার গাভাসকার বলেন, ধার ও ভারের দিক থেকে এবারের সেরা টিম মুম্বই। রোহিতও চূড়ান্ত ফর্মে কাজেই পঞ্চ বারের মতো এবারও চ্যাম্পিয়ন হবে মুম্বাই ইন্ডিয়ান্স।
অন্যদিকে প্রতি বছরই মাঠে যান প্রাক্তন ক্রিকেটার অভিনেতা যীশু সেনগুপ্ত। তিনি বললেন, উপায় নেই তাই এবার আর মাঠে যেতে পারব না কিন্তু ওয়াচ অ্যাট হোম, বাড়িতে খেলা দেখব। যীশু KKR-এর সমর্থক। তাই বললেন, ভবিষৎবাণী নয় কিন্তু ব্যালেন্স দল কলকাতা, তাই দু বারের মতো আমরাই চ্যাম্পিয়ন হব। শনিবারের বারবেলার আগে বাইরের আবহাওয়া কিন্তু উত্তপ্ত।
إرسال تعليق
Thank You for your important feedback