ভালুক ও মানুষ হঠাৎ মুখোমুখি হলে কী হতে পারে? ভাবতে একটু সময় লাগবে, তাই তো? কিন্তু ভাবনার থেকেও তীব্র গতিতে যে ভিভিওটি ভাইরাল হয়েছে সেটি আগে আপনাদের জানিয়ে দিই। এক ব্যক্তি পুলসাইডে বিশ্রাম নিচ্ছেন প্রায় গভীর ঘুমেই আচ্ছন্ন ছিলেন তিনি। ঠিক সেই সময়ে একটি ভাল্লুক পুলের সামনে এসে জল খেয়ে চলে যাওয়ার সময় ওই ঘুমম্ত ব্যক্তির পায়ের কাছে গিয়ে তাকে দেখার চেষ্টা করে। ভাল্লুকটি যখন জুতোর কাছে নাক ঠেকিয়ে গন্ধ শোঁকার চেষ্টা করছিল সেই সময় আচমকাই তাঁর ঘুম ভেঙে যায়। তিনি উঠে বসতেই ভাল্লুক আর কোনওদিকে না তাকিয়ে প্রাণপণে দে ছুট। ডন বেটি নামে একজন ফেসবুক ইউজার এই ভিডিওটি আপলেড করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গিয়েছে। মজার এই ভিডিওটি নিয়েই এখন নেটিজেনরা মেতে রয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback