করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরমধ্যেই জানা গেল করোনায় আক্রান্ত হয়েছেন বিধাননগর পুর নিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। কয়েকদিন ধরেই হালকা জ্বর সহ কয়েকটি উপসর্গ দেখা দেয় তাঁর। এরপরই করোনা পরীক্ষা করান তাপসবাবু। সোমবার রাতে সেই রিপোর্টই পজিটিভ আসে। তাপসবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃদু উপসর্গ থাকলেও কোনও ঝুঁকি নিতে চায়নি তাঁরা। তাপস চট্টোপাধ্যায়কে সোমবার রাতেই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আপাতত তাপস চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। অপরদিকে জানা যাচ্ছে, ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রীও করোনায় আক্রান্ত। তাঁকেও বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীও। ফলে একের পর এক ভিআইপি করোনায় আক্রান্ত হওয়ায় কপালে চিন্তায় ভাঁজ পরছে আম জনতার।
إرسال تعليق
Thank You for your important feedback