তিথি মেনে আজ দেবীপক্ষের শুরু। তাই সকাল থেকেই গঙ্গা সহ বিভিন্ন নদীর ঘাটে পিতৃপুরুষের স্মৃতির উদ্দেশ্যে চলছে তর্পণ। এবছর করোনা আবহে পুলিশের কড়া নজরদারিতে তর্পণ করছেন রাজ্যের মানুষ। মহালয়া মানেই পুজোর কাউন্টডাউন শুরু, কিন্তু এবছর সবটাই যেন লণ্ডভণ্ড। পুজো এবার প্রায় একমাস পিছিয়েছে। তাবলে উৎসবে ঘাটতি নেই, বৃহস্পতিবার একই দিনে মহালয়ার সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা পুজোও পড়েছে। ফলে এদিন ভোর থেকেই রাস্তাঘাটে উৎসবের মেজাজ। করোনার দাপট তাই অনেকটাই ফিকে। এদিন কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে শুরু হয়েছে তর্পণ।
কোথাও কোভিড বিধি মেনেই চলছে তর্পণ আবার কোথাও সেটার বালাই নেই। যদিও পুলিশ প্রশাসনের প্রচেষ্টার অন্ত নেই। ঘাটে ঘাটে চলছে মাইকিং। ঘাটে ঘাটে গোল দাগ কাটা হয়েছে। সেই গোল দাগের ভিতরে দাঁড়াতে হচ্ছে এক একজনকে। মাস্ক ব্যবহারও বাধ্যতামূলক। কোনও কোনও জায়গায় মুখে মাস্ক না থাকায় ফিরিয়ে দিচ্ছেন তর্পণ করতে আসা মানুষদের। যদিও তর্পণের ঘাটে দূরত্ববিধির বালাই নেই। সেই পরিচিত দৃশ্য। কলকাতায় ৩৭টি ঘাটে রয়েছে বাড়তি নজরদারি, পুলিশ মোতায়েন করা হয়েছে ঘাটগুলিতে। অপরদিকে মহালায়ার সকালেই বিপত্তি। গঙ্গায় বান আসায় তর্পণে কিছুটা সময় বাঁধা পড়ে। যদিও পুলিশ প্রশাসন প্রথম থেকেই সতর্ক থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। গঙ্গার বিভিন্ন ঘাটে রাখা হয়েছে স্পিডবোট ও জেট-স্কি। সবমিলিয়ে উৎসবের আমেজ রাজ্যজুড়ে।
إرسال تعليق
Thank You for your important feedback