রাজ্যপালের দায়িত্ব শেষ করে তথাগত রায় এখন ফের ফিরতে চাইছেন রাজনীতির মূল স্রোতে। জানা যাচ্ছে, রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ কোনও পদ চাইছেন তিনি। রাজ্যপাল থাকাকালীন নানান বিতর্কিত মন্তব্য করে সামাজিক মাধ্যমে বারংবার সমালোচিত হয়েছিলেন এই প্রাক্তন ইঞ্জিনিয়ার। শনিবার সকালে ফের বিতর্ক তৈরি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে। এদিন তিনি টুইট বার্তায় লেখেন, ‘প্রশান্ত কিশোর মমতাকে কড়াভাবে বলেছে “যে যাই বলুক একদম মুখ খুলবেন না। এক একবার আপনি মুখ খোলেন, ডহরবাবু, চপ- শিল্প, যৌনধর্ম, বিষ্ণুমাতা ইত্যাদি বলেন, আর হাজার পঞ্চাশ ভোট ভোগে যায়! একদম চুপ।” কিন্তু এত করেও ফাটা ডিমে তা দিয়ে কি ফল পাবে? লিখেছেন কবি সুধীন্দ্রনাথ দত্ত’। রাজ্যপালের পদ থেকে অব্যহতি নিয়ে কলকাতায় ফিরে তথাগতবাবু ফের বিজেপির সদস্যপদের জন্য আবেদন করেছেন। তারই মাঝে এই বিতর্কিত মন্তব্য নিয়ে শাসকদলের পাল্টা নিশানায় পড়তে হল বর্ষীয়ান এই রাজনৈতিককে।
প্রশান্ত কিশোর মমতাকে কড়াভাবে বলেছে “যে যাই বলুক একদম মুখ খুলবেন না । এক একবার আপনি মুখ খোলেন, ডহরবাবু, চপ-শিল্প, যৌনধর্ম, বিষ্ণুমাতা ইত্যাদি বলেন, আর হাজার পঞ্চাশ ভোট ভোগে যায় ! একদম চুপ”।
— Tathagata Roy (@tathagata2) September 19, 2020
কিন্তু এতো করেও “ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে”? লিখেছিলেন কবি সুধীন্দ্রনাথ দত্ত।
তথাগতর এই টুইট বার্তার পাল্টা দিয়েছেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়। তিনি CN ওয়েব পোর্টালকে বলেন, মমতা বন্ধ্যেপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী নন, এক রাজনৈতিক আদর্শ। তিনি কারুর অবাঞ্ছিত কথায় চলেন না। তথাগতবাবু শিক্ষিত মানুষ, তাঁর কাছ থেকে এ ধরণের মন্তব্য আশা করা যায় না। এরপরই তথাগত রায়ের নাম না করেই তাঁর কটাক্ষ, ‘সোশ্যাল নেটওয়ার্কে অশালীন মন্তব্যের উপর এবার ট্যাক্স বসবে, তখন এই ধরণের মন্তব্য করা বন্ধ হবে’। অন্যান্য তৃণমূল নেতাও এদিন তথাগতের মন্তব্যের সমালোচনা করেছেন।
إرسال تعليق
Thank You for your important feedback