শোকপ্রস্তাব নিয়েই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল রাজ্য বিধানসভার একদিনের অধিবেশন। এই অধিবেশন ছিল নিয়মরক্ষার। মার্চে মাঝপথেই মুলতুবি হওয়ার পর এদিনই বিধানসভা বসেছিল। সবরকম করোনা বিধি কঠোরভাবে মেনেই সভা চলে। মহামারীর জন্য সরকার অধিবেশনকে দীর্ঘায়িত করতে চায়নি। এদিন বিধানসভার বাইরে মনোজ টিগ্গার নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করেন বিজেপির বিধায়করা। মূলত রাজ্যে হিংসা এবং দলের নেতাক্রমীদের ওপর হামলার প্রতিবাদ জানান তাঁরা।
إرسال تعليق
Thank You for your important feedback