হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যমৃত্যুর ঘটনায় দুমাসের মধ্যেই আদালতে চার্জশিট জমা দিল সিআইডি। শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতের বিচারক আদিত্য গুঞ্জনের কাছে ৬৯৩ পাতার চার্জশীট জমা দিয়েছে তদন্তকারী এই সংস্থা। সূত্রের খবর, বিধায়কের রহস্যমৃত্যুর মামলায় ধৃত মাবুদ আলি ও নিলয় সিংহের বিরুদ্ধে বিধায়ককে আত্মহত্যায় প্ররোচনা, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে জামিন অযোগ্য ধারায় চার্জ গঠন করা হয়েছে। এদিকে সি আইডির দল মৃত বিধায়কের স্ত্রী চাদিমা রায়ের কাছে চার্জশিটের কপি তার হাতে তুলে দেন।
তবে সিআইডির চার্জশিটে তিনি সন্তুষ্ট নন। তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। বিজেপি নেতা তথা আইনজীবী গোপাল মজুমদার জানিয়েছেন, একটি মার্ডার কেসে সিআইডি তদন্ত করে এত তাড়াতাড়ি কী করে চার্জশিট জমা দিল তা তিনি কোনওভাবেই মানতে পারছেন না। উল্লেখ্য, গত ১৩-ই জুলাই রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বালিয়া মোড় এলাকার একটি বন্ধ চায়ের দোকানের সামনে দেবেনবাবুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে নেমেই মাবুদ আলি ও নিলয় সিংহকে গ্রেপ্তার করা হয়। প্রয়াত বিধায়কের পকেট থেকে যে কাগজ উদ্ধার করেছিল পুলিশ, তাতে এই দুজনের নাম উল্লেখ করে মৃত্যুর জন্য দায়ী বলে লিখেছিলেন বিধায়ক।
إرسال تعليق
Thank You for your important feedback