বন্ধুর নেশার টাকা দিতে না পারায় গুলি একাদশ শ্রেণীর ছাত্রকে। গুলিবিদ্ধ ওই ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পিপলান এলাকায়। অভিযুক্ত পলাতক। পুলিশ জানিয়েছে জখম ছাত্রের নাম জনার্দন বর্মন। স্থানীয় বাসিন্দারাই ওই ছাত্রকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করায়। তার ডান পায়ের হাঁটুর নীচে গুলি ঢুকে রয়েছে।
বুধবারই আস্ত্রোপচার করে গুলি বার করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। হাসপাতালের বেডে শুয়েই জনার্দন জানিয়েছে, বন্ধু প্রতাপ রায় তাঁকে টাকা দিতে বলেছিল। কিন্তু সেই টাকা দিতে না পারায় হঠাৎই গুলি চালিয়ে দেয় সে। গুলি গিয়ে লাগে তাঁর ডানপায়ের হাঁটুর নীচে। গুলির আওয়াজ পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসতেই প্রতাপ রায় পালিয়ে যায় এলাকা থেকে। ঘটনার অভিযোগ দায়ের হয়েছে রায়গঞ্জ থানায়। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে নেশার টাকার জন্যই গুলি নাকি এর পিছনে অন্য রহস্য আছে জানতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
إرسال تعليق
Thank You for your important feedback