সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন অনেক ফুটবলারই। ফাঁকা গোলেও বল ঠেলতে ব্যর্থ হন কেউ কেউ। কিন্তু এই ফুটবলার যেখান থেকে ফাঁকা গোলে বল ঠেলতে গিয়ে হিমশিম খেলেন সেটা দেখেই হাসির রোল উঠেছে ইন্টারনেট দূনিয়ায়। অনেকেই বলছেন এটাই ইতিহাসের সবথেকে লজ্জাজনক গোল মিস। বেলজিয়ামের ১৭ বছর বয়সী মিডফিল্ডার অ্যাস্টার ভ্র্যাঙ্কস। বেলজিয়ামের ফার্স্ট ডিভিশন লিগে মেশেলেন ক্লাবের হয়ে খেলেন এই উঠতি তারকা। কিন্তু ঘরোয়া লিগের খেলায় কেভি উস্তেন্দ ক্লাবের বিরুদ্ধে তরুণ এই ফুটবলার যে মিস করলেন সেটার বর্ণনা করার কোনও বিশেষণ খুঁজে পাওয়া মুশকিল।
দেখুন অবিশ্বাশ্য গোল মিসের সেই ভিডিও….
দেখুন অবিশ্বাশ্য গোল মিসের সেই ভিডিও….
❌ | Quel raté incroyable d'Aster Vranckx ! 😱#KVMKVO pic.twitter.com/grSYxrdFZS— Eleven Sports (FR) (@ElevenSportsBEf) September 12, 2020
খেলার ৬৭ মিনিটের মাথায় মেশেলেন ক্লাবের এক ফুটবলারের দূরপাল্লার শট ক্রশবারে লেগে ফিরে আসে অ্যাস্টারের পায়ে। তিনি তখন একেবারে ফাঁকা জায়গায়, সামনে উন্মুক্ত গোল, এমনকি গোলকিপারও ধারেকাছে নেই। মাত্র হাত কয়েক দূরে বলটা শুধু ঠেলে দিতে হবে। এই পরিস্থিতিতে বল গোলে ঠেলতে গিয়ে হিমশিম খেলেন অ্যাস্টার। বল তাঁর পায়ে জড়িয়ে মাঠের বাইরে চলে যায়। আর তাঁর দলও কেভি উস্তেন্দের কাছে ০-১ গোলে হেরে যায়।
إرسال تعليق
Thank You for your important feedback