উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ফের ধর্ষণ করে খুন করা হল এক নাবালিকাকে। বৃহস্পতিবার সকালে তার দেহ একটি মাঠে পাওয়া গিয়েছে। ২০ দিনের মধ্যে এই নিয়ে ওই জেলায় ধর্ষণ, খুনের তিনটি ঘটনা ঘটল। পুলিশ জচানাচ্ছে, গত বুধবার থেকেই বালিকাটি নিখোঁজ ছিল। তার বাড়ির আধ কিলোমিটারের মধ্যেই তার ক্ষতবিক্ষত দেহটি পাওয়া গিয়েছে। গোড়ায় খুন বলা হলেও ময়নাতদন্তে ধর্ষণ ধরা পড়েছে। বালিকাটির বাবার অভিযোগ, গ্রামেরই এক যুবক এই কাজ করেছে। পুরানো শত্রুতার জন্যই তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছিল।
১৭ বছরের এক তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তারপরই শিরোনামে আসে লখিমপুর খেরিতে। একটি শুকনো পুকুরে পাওয়া গিয়েছিল তার দেহ। তার আগে ওই জেলাতেই ১৩ বছরের একটি বালিকাকেও ধর্ষণ করে গলা টিপে মারা হয়েছিল। পরপর এই ধরনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। আইনশৃঙ্খলার অবনতির জন্য তারা যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি জানিয়েছে। অন্য।দিকে, নারীদের ওপর অত্যাচারের ঘটনা সামলাতে আলাদা পুলিশ টিম তৈরি করেছে।
إرسال تعليق
Thank You for your important feedback