করোনা আবহের মধ্যেই এবার জাঁকজমক করে অযোধ্যায় হতে চলেছে রামলীলা। তাতে অভিনয় করবেন বলিউডের তারকারা। রামায়ণের নানা চরিত্রে অংশ নেবেন আসরানি, রবিকিষণ, মনোজ তিওয়ারি, বিন্দু দারা সিং, রাজা মুরাদ, শাহবাজ খান, রিতু শিবপুরী। কমেডিয়ান আসরানি হবেন নারদ মুনি। এই চরিত্রে আগেও রামলীলায় অভিনয় করেছেন। শাহবাজ খান হবেন রাবণ। মনোজ তিওয়ারি অভিনয় করবেন অঙ্গদের চরিত্রে। ভরত হবেন রবিকিষণ। হনুমান সাজবেন তারা সিংয়ের পুত্র বিন্দু দারা সিং। কৈকেয়ী হচ্ছেন রিতু শিবপুরী, রাজা মুরাদ হবেন অহিরাবণ। সীতার ভূমিকায় কবিতা যোশী, রাম সোনু। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ১৭ থেকে ২৫ অক্টোবর অযোধ্যার লক্ষ্মণ ফোর্ট মন্দির প্রাঙ্গনে হবে এই রামলীলা। তবে ১৭ থেকে ২৫ অক্টোবর অযোধ্যার লক্ষ্মণ ফোর্ট মন্দির প্রাঙ্গনে হবে এই রামলীলা। দিল্লির রামলীলা হবে ভার্চুয়াল।
إرسال تعليق
Thank You for your important feedback